Khoborerchokh logo

অভিনন্দন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে 147 0

Khoborerchokh logo

অভিনন্দন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে

 পশ্চিমবঙ্গে পুরো ফল না আসলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলই যে আবার ক্ষমতায় বসছে তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে । কেউ কেউ আবার কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদিকে, মমতাকে পাঠানো শুভেচ্ছা বার্তায়।
যখন ভোটের ফল আসতে শুরু করেছে, রোববার তখনই এসব অভিনন্দন বার্তা আসতে শুরু করে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা ও কর্মীদের হার্দিক অভিনন্দন। এক নারীকে বিজেপির দিদি ও-দিদি বলে অপমান করার জোরাল জবাব দিয়েছেন জনতা।বিধানসভার ভোট গণনা শুরুর পরেই ইঙ্গিত দেখে শিবসেনার মুখপাত্র ও সাংসদ সঞ্জয় রাউত আশাপ্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকার বানাবে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর লড়াকু মানসিকতার প্রশংসা করে টুইটে লেখেন, বাংলার বাঘিনীকে অভিনন্দন। ও দিদি, দিদি, ও দিদি।
এনসিপি প্রধান শরদ পাওয়ার অভিনন্দন জানিয়ে করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান জানিয়ে টুইট করেন । লিখেছেন, এই দুরন্ত জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। আমরা একসঙ্গে মানুষের জন্য আমাদের কাজ এবং মহামারি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাব।আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল টুইট করে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, মমতা দিদি, আপনাকে ভূমি ধস বিজয়ের জন্য অভিনন্দন। একেই বলে লড়াই।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com